প্রসেনজিৎ ধর কলকাতা :- অবশেষে প্রকাশ্যে এল বাংলার বিজেপির নতুন রাজ্য কমিটি। তবে ৩৫ সদস্যের এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শুধু দিলীপ ঘোষ নন, তালিকায় জায়গা হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও।নতুন রাজ্য সভাপতির দায়িত্বে সদ্য নির্বাচিত ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে সামনে রেখেই কমিটির কাঠামো সাজানো হয়েছে। রাজ্য কমিটিতে ১২ জন ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কেও গুরুত্বপূর্ণ এই পদে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি দলে দীর্ঘদিন ব্রাত্য থাকার অভিযোগ যাঁর বিরুদ্ধে উঠেছিল, সেই রাজু বন্দ্যোপাধ্যায়ও জায়গা পেয়েছেন কমিটিতে| অন্যদিকে ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর রাজ্য সহ সভাপতি পদ পাওয়া ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে এবারেও ৩৫ জনের কমিটিতে রাখা হল না।
সংগঠনের দৈনন্দিন কাজকর্ম সামলানোর দায়িত্বে সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে সৌমিত্র খাঁকে। তাঁর সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নেবেন জ্যোতির্ময় সিং মাহাতো। সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক শংকর ঘোষ। বিজেপি নেতৃত্বের দাবি, অভিজ্ঞতা ও নতুন মুখের সমন্বয় ঘটিয়েই এই কমিটি গড়া হয়েছে, যাতে সাংগঠনিক শক্তি আরও মজবুত হয়।রাজ্য কমিটির পাশাপাশি বিভিন্ন মোর্চার নেতৃত্বেও বদল আনা হয়েছে। এসটি মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু। যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার নেতৃত্বে আনা হয়েছে ফাল্গুনী পাত্রকে, আর সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে আলি হোসেনকে|
Hindustan TV Bangla Bengali News Portal