প্রসেনজিৎ ধর, কলকাতা :- নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিজেপি নেত্রী ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না, এদিন এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট | নিজের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ |
ভারতী ঘোষের বিরুদ্ধে রাজ্যে পুলিশের কাছে বেশকিছু এফআইআর রয়েছে | এমন পরিস্থিতিতে তিনি কী করে ভোটে লড়বেন, তার রক্ষাকবচ চেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন | এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, বিধানসভা নির্বাচন ১০ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না ভারতীকে |
পাশাপাশি, ডেবরার বিজেপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিতে পারবেন এবং প্রচারও করতে পারবেন| প্রসঙ্গত,,আসন্ন বিধানসভা নির্বাচনে ডেবরা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ |২০১৯-এর লোকসভা নির্বাচনে ঘাটালে প্রার্থী ছিলেন ভারতী ঘোষ | ওই বছরের মে মাসে তাঁর বিরুদ্ধে কেশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল | খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল | তাঁর রাজনৈতিক জীবনে সংকট তৈরি করতে, যাতে তিনি আইন-আদালত নিয়ে ব্যস্ত থাকেন, তা করতেই এই ধরনের পদক্ষেপ বলে অভিযোগ করেছিলেন ভারতী ঘোষ | ভোটের আগে এই রক্ষাকবচ তার কাছে বড় স্বস্তির | আপাতত তিনি বাধাহীন ভাবে মনোনয়ন দাখিল-সহ ভোটের প্রচার করতে পারবেন | ভারতী ঘোষ বলেন এই ভাবে আমাকে আটকানো যাবে না,আমি বিধানসভা ভোটে যাতে লড়াই করতে না পারি তার জন্য এই চক্রান্ত |