Breaking News

ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙর, দেওয়াল লিখনের সময় আইএসএফ কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- নির্বাচনের মুখে ফের রাজনৈতিক সংঘর্ষে অশান্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের নাটাপুকুর এলাকা | দেওয়াল লিখনের সময় আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে |পাল্টা আইএসএফ সমর্থকদের বিরুদ্ধেও হামলার অভিযোগ তুলেছে তৃণমূল| এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন উভয়পক্ষের কয়েকজন বলে জানা গেছে | খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী চলে আসে |

এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নাটাপুকুর এলাকায় ভোটের জন্য দেওয়াল লিখনের কাজ করছিলেন আব্বাস সিদ্দিকির দল আইএসএফ কর্মী-সমর্থকরা | অভিযোগ সেই সময় বেশ কিছু তৃণমূল কর্মী আইএসএফ কর্মী সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ| দু’পক্ষই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ | এই ঘটনায় আহতদের মধ্যে ৫ আইএসএফ কর্মী এবং ২ জন তৃণমূলকর্মী বলে জানা গেছে | তাদের উদ্ধার করে জিরনেগাজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *