অভিষেক সাহা, চাঁচল :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে মালদহের চাঁচলে শুরু হল সবলা মেলা | বুধবার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল|
বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৩ দিন | মহকুমা প্রশাসনের উদ্যোগে এই মেলায় রয়েছ স্বনির্ভর গোষ্ঠীর ৪০ টিরও বেশি স্টল | তাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে মেলা প্রাঙ্গণে | শুধু তাই নয় মেলায় প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে থাকছে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান | এদিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মালদা জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল, চাঁচল ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরন ভট্টাচার্য ছাড়াও বিডিও এবং জেলা পরিষদের তিন সদস্যরা |