বাবলু প্রামাণিক দক্ষিণ ২৪ পরগণা :- তৃণমূল কংগ্রেসে ফের ভাঙন| এবার দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনে কুলতলি ব্লক সভাপতি গোপাল মাঝি এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন | গত দশ বছর এই বিধানসভায় সিপিএমের বিধায়ক আছেন | আর এই এলাকায় কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মাঝি শেষ অবধি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির দলীয় পতাকা গ্রহণ করেন | গত তিনবার কুলতলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি | এবারে টিকিট পাননি |তাই শেষমেশ বিজেপি তে চলে গেলেন তিনি | তাহলে তিনি কি এবারে কুলতলিতে বিজেপির প্রার্থী হতে চলেছেন? বিজেপিতে যোগদানের পরে গোপাল মাঝি বলেন,আমি দলের জন্ম থেকে রয়েছি,আমাকে এবারে টিকিট দেয় নি তাতে দু:খ নেই | কিন্তু এমন একজনকে টিকিট দিল যে আমফানের গরীব মানুষদের টাকা লুট করেছে | পঞ্চায়েতে ভোট লুট করেছে।দূর্নীতি গ্রস্থ লোককে টিকিট না দিয়ে কানা খোঁড়া অন্য কারুকে দিলে ভালো করতো | ওর বিরুদ্ধে অনেক অভিযোগ দলকে জানিয়ে ও কোন কাজ হয়নি|তাঁর আরও অভিযোগ,তৃণমূল এখন প্রাইভেট কোম্পানী হয়ে গেছে | তাই আর দুর্নীতিগ্রস্থ দলে থাকতে পারলাম না | কাজ করার জন্যই বিজেপি তে এলাম| আগামী দিনে এই ব্লকের আরও মানুষ বিজেপিতে যোগ দেবেন | গোপাল মাঝির বিজেপিতে যোগদানের পর কুলতলির তৃণমূল কংগ্রেস প্রার্থী গনেশ চন্দ্র মণ্ডল বলেন, এবার থেকে কুলতলি মীরজাফর মুক্ত হল |