দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ১৪ মার্চ রবিবার দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস, এমনটাই তৃণমূল সূত্রে খবর | আগামী ১৪ মার্চই নন্দীগ্রাম দিবস | তাই সেই দিনটিকেই বেছে নিল তৃণমূল কংগ্রেস| ১১ মার্চ তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার কথা ছিল তৃণমূলের | কিন্তু মুখ্যমন্ত্রী ১০ ই মার্চ নন্দীগ্রামে পায়ে আঘাত পেয়ে এসএসকেএম-এ ভর্তি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায় | পিছিয়ে যায় দলের অন্যান্য কর্মসূচিও | এবার সেই জল্পনার অবসান হল | তৃণমূল সরকারের ১০ বছর শাসনকালের পর তৃতীয়বার নীলবাড়ির লড়াইয়ে মমতার ইস্তাহারে কী কী নতুন প্রতিশ্রুতি উঠে আসে সেদিকেই নজর রাজনৈতিক মহলের | ইতিমধ্যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “আমাদের ইস্তাহারে বিরোধীদের কাজকর্মের সঙ্গে আমাদের সরকারের কাজকর্মের কোনও তুলনা থাকবে না | বরং গত ১০ বছরের শাসনকালে আমরা বাংলার জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছি, আর আগামিদিনে ক্ষমতায় এলে আমরা কী কী কাজ করব সেটাই উল্লেখ করা হবে |”এবারের নির্বাচনে বিরোধী বিজেপি কিংবা বামফ্রন্ট-কংগ্রেসের জোট, কোনও পক্ষই তাদের ইস্তাহার প্রকাশ করেনি |