সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- গতকাল আসানসোলের রূপনারায়ণপুর স্টেট ব্যাঙ্ক থেকে একলক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতায়ের ঘটনার তদন্তে নেমে শনিবার তিনজনকে গ্রেফতার সালানপুর থানার পুলিশের | শনিবার দুজন মহিলা ও একজন যুবককে গ্রেফতার করে পুলিশ | তাদের কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া ১লক্ষ ৩০হাজার টাকা,দুটি মোবাইল একটি স্টেটব্যাঙ্ক এর পাসবুক|
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জয়ন্ত নাথ মাজি নাম এক ব্যক্তি স্টেট ব্যাঙ্ক থেকে ১লক্ষ ৩০হাজার টাকা তুলে ব্যাগের মধ্যে এবং সেটি নিজের গাড়ির ঢিকির মধ্যে রাখে | ডাবর মোড়ে সবজি বাজার করে এবং সেই সময় দুই জন দুষ্কৃতি জয়ন্ত নাথ মাজির উপর অতর্কিতে আক্রমণ করে এবং ১লক্ষ ৩০হাজার টাকা সহ ব্যাঙ্কের পাসবুক নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ | এই ঘটনার তদন্তে নেমে একদিনের মধ্যে তিন অভিযুক্তদের গ্রেফতার পুলিশের | এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ |