Breaking News

‘আমার চেয়ে মানুষের যন্ত্রণা অনেক বেশি’, হুইলচেয়ারে রাজপথে নামার আগে বার্তা মমতার,হুইলচেয়ারে সওয়ার মমতার নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই করেই সভায় যোগ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় |গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে বসানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে | সেখান থেকে মিছিলে ঐতিহাসিক নন্দীগ্রাম দিবসে কলকাতায় ৫ কিলোমিটার লম্বা পথে মিছিল করছে তৃণমূল | রবিবার গান্ধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের মিছিল ছিল | হুইলচেয়ারে বসে সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল নেতা-নেত্রীরা | রাজনীতির ইতিহাসে ১৪ মার্চ তারিখটি ঐতিহাসিক হয়ে রইল কারণ, মমতার দীর্ঘ রাজনৈতিক জীবনে হুইলচেয়ারে তাঁকে এর আগে কোনওদিন দেখা যায়নি | নেত্রীকে দেখে দলীয় কর্মীদের বার্তা, “ভাঙা পায়েই লড়াই হবে|”

রবিবার দুপুরে মেয়ো রোড থেকে মিছিল শুরুর আগেই টুইটারে বার্তা দিয়ে তৃণমূল নেত্রী লিখলেন, “আমরা লড়াই চালিয়ে যাব | আমার এখনও যন্ত্রণা হচ্ছে | কিন্তু মানুষের ব্যথা আমার চেয়ে বেশি|” তিনি আরও লেখেন, “আমাদের শ্রদ্ধেয় মাটিকে রক্ষা করতে অনেক লড়াই করেছি | আরও কঠিন লড়াই অপেক্ষা করেছে আমাদের জন্য| কিন্তু কাপুরুষদের সামনে মাথা নত করব না |”কড়া নিরাপত্তায় এদিন মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা | মিছিল হাজরার দিকে যত এগিয়েছে তত আরও বেশি মানুষ তাতে পা মিলিয়েছে |

মমতার বাঁ দিকে সব সময় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে | দেবাশিস কুমার, শান্তনু সেনদের মতো তৃণমূল নেতাদেরও দেখা গিয়েছে নেত্রীর পাশে| এদিন মিছিল শুরু আগে অভিষেক হুঁশিয়ারি দেন, “ভাঙা পায়ে লড়াই হবে, যুদ্ধ হবে, আবার নবান্ন দখল হবে | কেউ যদি ভাবেন যে পা ভেঙে দিয়ে বেরিয়ে যাব, তাহলে ভুল করবেন |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *