Breaking News

‘রামের রাজ্য, রামের সুশাসন প্রতিষ্ঠিত করব আমরা’ ডেবরার সভা থেকে বললেন ডেবরার বিজেপি প্রার্থী তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ

পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :-“ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, ক্ষমতায় বসবে” | তিনি আরও বলেন,’রাক্ষস এবং রাবণ দুটোকেই তাড়িয়ে রামের রাজ্য, রামের সুশাসন প্রতিষ্ঠিত করব আমরা’ | পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সভা থেকে শাসকদলকে হুঙ্কার দিলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ |

এদিন তিনি তৃণমূল সরকারকে একহাত নিয়ে বলেন,’আপনারা কত টাকা আমফানের ঝড়ে মেরেছেন, কত ত্রাণ সামগ্রী আপনারা দিতে দেননি, কত আয়ুষ্মান ভারতকে আটকেছেন, কত উজ্জ্বলা গ্যাসকে আটকেছেন, কত শৌচাগারের টাকা আপনারা মেরে দিয়েছেন, পরপর হিসাব করবে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার|’রবিবার ডেবরায় ভারতীয় জনতা পার্টির মিছিল আটকে দেওয়া প্রসঙ্গে পুলিশকে এবং থানার ওসিকেও এদিন একহাত নিলেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ | রবিববাসরীয় প্রচারে এসে এদিন নরেন্দ্র মোদিরও ভুয়সী প্রশংসা করেন ভারতী ঘোষ | এদিন ‘জয় শ্রী রাম’ ধ্বনি তোলেন বিজেপি নেত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *