প্রসেনজিৎ ধর, হুগলি :- রবিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হতেই চারিদিকে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ হচ্ছে দলের অন্দরে | এইবার উত্তরপাড়ায় টিকিট না পেয়ে বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বিজেপির হয়ে ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হয়ে লড়ার ডাক দিলেন | প্রসঙ্গত,উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষিত হয়েছে সদ্য তৃণমূল থেকে আসা প্রবীর ঘোষালের নাম| আর সেই নাম ঘোষিত হতেই বিক্ষোভ শুরু হয়ে গেছে উত্তরপাড়া বিধানসভা জুড়ে | প্রসঙ্গত,গত ৩০ বছর ধরে হুগলি জেলায় বিজেপি করা কৃষ্ণা ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য তাকে প্রার্থী হিসাবে ঘোষিত না করায় বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করে দেয় |
তাদের বক্তব্য যেভাবে দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীদের সঙ্গে বঞ্চনা করা হলো, সেটা নজিরবিহীন | আমরা এটা কখনোই মেনে নেব না | এই বিষয়ে কৃষ্ণা দেবী জানান, গত ৩০ বছর ধরে বুক দিয়ে আগলে এই জেলায় আমি বিজেপি দলটা করলাম,কত ঝড় ঝাপটা গেছে কতবার আক্রমণ হয়েছে তবু কখনো আমি দল থেকে সরে আসেনি | আজকে দেখা গেল এক শ্রেণীর নেতারা আমাকে বাদ দিয়ে প্রবীর ঘোষালকে প্রার্থী করলো, প্রবীর ঘোষালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তা সত্ত্বেও দল তাকে প্রার্থী করল |
কৃষ্ণা দেবী এদিন হুঙ্কার দিয়ে বলেন,আমি উত্তরপাড়া কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে জিতে দলকে দেখিয়ে দেবো | তাঁর কণ্ঠে আরও আক্ষেপের সুর শোনা গেল | তিনি আরও বলেন দল যেখানে ৮০ বছরের রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করছে, সেখানে আমার সাথে যা হল সেটা কেন মেনে নেবে নেবে আমাদের কর্মীরা |