Breaking News

নন্দীগ্রাম ঘটনার জের,বিবেক সহায়কে সরিয়ে রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিং

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিং | কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে | ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর পদে জ্ঞানবন্ত সিংকে নিয়োগ করা হল | সোমবার কমিশনের নির্দেশে রাজ্য সরকার এই পদের জন্য দু’জন আইপিএস এর নাম পাঠায় | প্রথম নাম ছিল পীযূষ পাণ্ডে এবং দ্বিতীয় জন জ্ঞানবন্ত সিং | কমিশন নিরাপত্তা অধিকর্তা হিসেবে জ্ঞানবন্ত সিংকে বিবেচনা করে | তারপর রাজ্য সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে |

অন্যদিকে সোমবারই বিবেকের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে চার্জ গঠন করে ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে ব্যবস্থার নির্দেশ দিয়েছে কমিশন | মুখ্যসচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে | মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদ থেকে বিভু গোয়েলকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন | তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন স্মিতা পাণ্ডে | অপরদিকে, পুলিশ সুপারের পদ থেকে প্রবীণ প্রকাশকে অপসারণ করে দায়িত্ব দেওয়া হচ্ছে সুনীল কুমার যাদবকে | এদের দু’জনকেই নির্বাচনের কোনও দায়িত্বে না রাখার নির্দেশ দিয়েছে কমিশন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *