Breaking News

কয়লাকাণ্ডে এবার নজরে সোনু,সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের ৫ এলাকায় তল্লাশি সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতা :- কয়লা পাচারকাণ্ডে ফের রাজ্যের বিভিন্ন জায়গায় হানা সিবিআইয়ের |মঙ্গলবার সকাল থেকেই কলকাতার শেক্সপিয়র সরণি-সহ রাজ্যের পাঁচ এলাকায় তল্লাশি চালায় তদন্তকারী দল |সিবিআই সূত্রে খবর, কলকাতা ছাড়া আসানসোল, দুর্গাপুর, বরাকর-সহ মোট ৫টি এলাকায় তল্লাশি চলছে | মূলত এক লৌহ ইস্পাত শিল্পগোষ্ঠীর মালিক অমিত আগরওয়াল ও সোনু আগরওয়ালের খোঁজে নেমেছে সিবিআইয়ের দল | এই দুই ভাই কুলটির বরাকরের আদি বাসিন্দা | তাঁদের ঝাড়খণ্ড, দুর্গাপুর, কাঁকসা, বাঁকুড়ায় ১৩-১৪টি কারখানা রয়েছে | সূত্রের খবর, সেই লৌহ ইস্পাত কারখানার চালাতেই লালার কাছে থেকে ওই কয়লা কিনত বলে খবর | তদন্তকারীদের নজরে জয়শ্রী গ্রুপের কর্তা অনুপ আগরওয়াল ওরফে সোনু| সিবিআই সূত্রে খবর, এই অনুপের সঙ্গে সম্পর্ক ছিল কয়লাকাণ্ডের মাথা অনুপ মাজি ওরফে লালার | এই লালার কাছ থেকে সোনু তাঁর জয়শ্রী স্টিল প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের জন্য প্রচুর পরিমাণে কয়লা কিনতেন বলে সূত্রের খবর | এতে চড়া মুনাফা থাকত লালার | সোনু সেই কয়লা ব্যবহার করতেন নিজের স্টিল প্ল্যান্টে | মঙ্গলবার অনুপ আগরওয়ালের দু’টি বাড়িতে অভিযান চালায় সিবিআই | একটি কলকাতার শেক্সপিয়র সরণিতে, অন্যটি বরাকরের কুলটিতে | একইসঙ্গে দুর্গাপুরে সোনুর অফিসেও পৌঁছয় সিবিআই | বছরে কত কয়লা সোনু কিনতেন, কত টাকায় কিনতেন, লালার সঙ্গে যোগাযোগ কী ভাবে, কার মাধ্যমে লালার সঙ্গে তাঁর পরিচয় মূলত এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *