দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের জের অব্যাহত | সোমবারের পর মঙ্গলবারও হেস্টিংসে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের | এদিন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও | এমনকি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় | বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরই ক্ষোভ বেরিয়ে আসে দলীয় কর্মীদের অন্দরে | সোমবারই হেস্টিংসে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা | মূলত পাঁচলা, উদয়নারায়ণপুর ও রায়দিঘির প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা | ওঠে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগানও | সূত্রের খবর,দলীয় কর্মীদের অসন্তোষকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব |
সোমবার হেস্টিংসে বিক্ষোভের খবর পেয়েই তড়িঘড়ি সফর সূচি বদল করে গুয়াহাটি থেকে কলকাতায় আসেন অমিত শাহ| জরুরি বৈঠক করেন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে | কী কারণে বিক্ষোভ, কোথায় সমস্যা, কী ভাবেই বা তার সমাধান করা সম্ভব, তা নিয়ে আলোচনা করেন বৈঠকে | সোমবারের পর মঙ্গলবারও বিক্ষোভের পর বিজেপি কর্মীদের অসন্তোষ প্রশমনে কি সিদ্ধান্ত নেয় দলীয় নেতৃত্ব সেটাই এখন দেখবার বিষয় |