Breaking News

কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ স্টিল প্ল্যান্ট ব্যবসায়ীকে তলব সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতা :- কয়লা কাণ্ডে এবার অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত আগরওয়ালকে সমন পাঠাল সিবিআই | আগামী সোমবার তাঁকে কলকাতায় তদন্তকারী সংস্থাটির নিজাম প্যালেসের দফতরে ডেকে পাঠানো হয়েছে | অমিতের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে পাঁচটি কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে সিবিআই | বাজেয়াপ্ত হয়েছে কয়েকটি ল্যাপটপ | সেই হার্ড ডিস্ক ও ল্যাপটপে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছে সিবিআই | হার্ডডিস্ক ও ল্যাপটপের ডেটা এক্সট্রেক্ট করার পর সেগুলিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে | অমিতের অফিসের কম্পিউটারেই হিসেব রাখা হত, লালার থেকে কত পরিমাণ কয়লা কত দামে কেনা হত |গতকাল ১০ জন তদন্তকারী আধিকারিক অমিত আগরওয়াল ও সনু আগরওয়ালেরর বরাকরের বাড়িতে হাজির হন | সেখানে দুজনের খোঁজ মেলেনি | পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন ওই আধিকারিকরা |

সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে শুরু থেকেই সিবিআইয়ের নজরে ছিলেন লৌহ ইস্পাত শিল্পগোষ্ঠীর মালিক অমিত আগরওয়াল ও সনু আগরওয়াল | তাঁদের ঝাড়খণ্ড, দুর্গাপুর, কাঁকসা, বাঁকুড়ায় ১৩-১৪টি কারখানা রয়েছে | সূত্রের খবর, সেই লৌহ ইস্পাত কারখানা চালাতেই লালার কাছে থেকে অবৈধভাবে কয়লা কিনতেন তাঁরা বলে অভিযোগ | সেই ক্রেতাদের হদিশ পেতে গতকাল বা মঙ্গলবার রাজ্যে তল্লাশি চালায় সিবিআই | কলকাতার শেক্সপিয়র সরণি-সহ রাজ্যের পাঁচ এলাকায় তল্লাশি চালায় সিবিআইয়ের তদন্তকারী দল | প্রসঙ্গত, মঙ্গলবারই কয়লাকাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে, সে এখন ইডি হেফাজতে রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *