Breaking News

ছাত্রদের ১০ লক্ষ পর্যন্ত ঋণ,জেনারেলদের মাসিক ৫০০, বাকিদের ১০০০ টাকা ‘পকেটমানি’র প্রতিশ্রুতি!তৃণমূলের ইস্তাহারে একগুচ্ছ চমক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল ভবন থেকে ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বুধবার রাজ্যের সব পরিবারকে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ইস্তেহার প্রকাশ করে বলেন,খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সবাই পাচ্ছে | সাধারণ শ্রেণির পরিবারকেও মাসে দেওয়া হবে ৫০০ টাকা | মুখ্যমন্ত্রী বলেন,বাংলায় জেনারেল পরিবার আছে ১.৬ কোটি| বাকি সংখ্যালঘু, তপশিলি জাতি-উপজাতির মানুষ | সরকারে এসে আমরা লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের হেল্প করেছি |

এবার তা আরও প্রসারিত করব | সুনিশ্চিত করব ন্যূনতম মাসিক আয়। ১.৬ কোটি পরিবারকে মাসে দেওয়া হবে ৫০০ টাকা | বছরে দেওয়া হবে ৬০০০ | তপশিলি জাতি-উপজাতি পরিবারকে দেওয়া হবে ১ হাজার টাকার ভাতা | বছরে ১২ হাজার টাকা। এটা পকেট মানি বলতে পারেন বা তার নিজস্বতা | খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা ফ্রি-তে পাচ্ছেন | তবে বাড়ির মেয়েদের হাতে টাকা না থাকলে অনেক অসুবিধা হয় | বছরে চার বার হবে দুয়ারে সরকার | ১৮ বছরের ঊর্ধ্বে জাত-ধর্ম নির্বিশেষে বিধবা ভাতা | দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে |

দেড় কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রেশন | ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড | কোনও জামিনদার লাগবে না | সরকার-ই জামিনদার। ১০ লক্ষ টাকা ঋণ মিলবে মাত্র ৪ শতাংশ সুদে | মণ্ডল কমিশনের রিপোর্ট কার্যকর করতে বিশেষ টাস্ক ফোর্স | মাহিষ্য, তিলি, তামুলি, সাহা, কিষাণদের ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হবে | ১০ লক্ষ এমএসএমই ইউনিট গড়ে তোলা হবে | বড় শিল্পে ৫ লক্ষ কোটি বিনিয়োগ করা হবে |

৫ লক্ষ নতুন কর্মসংস্থান হবে। বেকারত্বের হার কমিয়ে অর্ধেক করা হবে | দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে | ২৫ লক্ষ বাড়ি তৈরির অঙ্গীকার | ভোটের লড়াই-এ এই প্রতিশ্রুতিই শাসক দলের মাস্টারস্ট্রোক হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *