নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- নির্বাচন এগিয়ে আসতে বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা |বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়া | সাংসদের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে | স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভাটপাড়ার ১৮ নং ওয়ার্ডে ৮ নং গলিতে এলাকায় বোমাবাজি শুরু হয়। ৮-১০টি বোমা পড়ে বলে অভিযোগ | সেই সময় এক বৃদ্ধ জখম হন | প্রসঙ্গত, এই এলাকাতেই সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি | বোমাবাজির সময় বাড়ি ছিলেন না সাংসদ|সন্ধেতে এলাকায় জগদ্দল থানার পুলিশ আসে| তাঁদের সামনেই আরও এক দফা বোমাবাজি হয় বলে অভিযোগ |
তখন ঘটনাস্থলে আসেন সাংসদও | অভিযোগ, সেই সময় অর্জুন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন | এদিকে দ্বিতীয় দফা বোমবাজিতে এক ১৪ বছরের কিশোর জখম হয় বলে খবর | পুলিশও কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি অর্জুনের | এদিকে ঘটনাটি যখন ঘটে সেই সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল | কিন্তু তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন সাংসদ | রাতে ব়্যাফ নামানো হয়েছিল বলে খবর | তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয় | যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে| সাংসদের কথায়, তৃণমূলের দালালি করছে পুলিশ | এ নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনেও যাবেন বলে জানিয়েছেন সাংসদ|