পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :-“বিজেপি বলছে আমাদের সুযোগ দাও, আমরা করে দেখাবো | আরেকদিকে বাংলার মেয়ে জননেত্রী মমতা বন্দোপাধ্যায় বলছেন ১০ বছরের কাজের হিসেব নাও | উন্নয়নের মধ্যে লড়াই করে জিতে বহিরাগতদের বিদায় করতে হবে|” শনিবার ডেবরার সভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায় |
তৃণমূলের ইস্তেহারে ঘোষণা করা প্রকল্পগুলোর কথা মুখ্যমন্ত্রীর চূড়ান্তকারী সিদ্ধান্ত বলেও এদিন বলেন অভিষেক |
তিনি তৃণমূলের ইস্তাহারের প্রসঙ্গ তুলে আনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের ইস্তাহারে ঘুম উড়েছে বিজেপির| কৃষকদের ছয় হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা দেবে তৃণমূল সরকার | জুন থেকে মেধাবী পড়ুয়াদের ৪ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে |’ বিজেপিকে কটাক্ষ করে বলেন,বিজেপির উন্নয়ন মানে দলিতদের শোষণ | এদিন ডেবরার সভা থেকে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ এই ধ্বনিও তোলেন অভিষেক | এদিন সভার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | অভিষেকের সঙ্গে রোড-শোয়ে উপস্থিত ছিলেন ডেবরা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর | এদিন অডিটোরিয়াম থেকে ডেবরা বাজার পর্যন্ত রোড-শো করেন অভিষেক | ‘বাংলার মেয়ে মমতা’ লেখা গাড়িতে এদিন মানুষের কাছে ভোট চাইতে যান তিনি | এদিন রোড শো তে মানুষের জনসমাগম ছিল চোখে পড়ার মতো | প্রসঙ্গত,প্রাক্তন আইপিএস হুমায়ুনের বিরুদ্ধে ডেবরা কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ |