পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর :- নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাংলার সর্বত্র | রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের ডেবরা|সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অর্জুনি এলাকায় আক্রান্ত বিজেপি নেতা বলে অভিযোগ |জানা গেছে, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ডেবরা পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রতন দে | জানা গেছে, সোমবার রাতে ডেবরা বাজারে কাজ সেরে বাড়ি ফেরার পথেই তাঁর ওপর চড়াও হয় কয়েকজন ব্যক্তি | এমনকি অর্জুনি এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ | এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে | গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতাকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় | বিজেপি করার কারণেই তাঁর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আহত রতন দের | অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি এই ঘটনায় তৃণমূল কোনও ভাবেই তৃণমূল জড়িত নয় | সম্পূর্ণ নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব বলে দাবি বিজেপির | ঘটনার তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ |