বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- বিজেপি ক্ষমতায় আসলে বদলে যাবে সুন্দরবন | মঙ্গলবার গোসাবার সভা থেকে অমিত শাহ বলেন, রাজ্যে বিজেপি সরকার গড়লে, এলাকায় পাইপে আসবে পরিশ্রুত জল | এলাকায় তৈরি হবে সেতু | এছাড়াও মৎস্যজীবীদের জন্য আলাদা আর্থিক সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দেন অমিত শাহ | মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকার বিমা, জানালেন শাহ | বাঘ সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে| যা প্রতিশ্রুতি দেওয়া হয়, বিজেপি তা পূরণ করে,গোসাবায় নির্বাচনী জনসভায় বললেন অমিত শাহ | এদিন গোসাবার সভা থেকে শাহের দাবি, দিদি সুন্দরবনের সঙ্গে অনেক অন্যায় করেছেন | আর সেই কারণে সুন্দরবনকে আমরা দেশের অন্যতম উন্নত এলাকা বানাব | পর্যটন থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থাকে এখানে ঢেলে সাজানোর বার্তা দেন শাহ |
বলেন, চিকিৎসার জন্য কলকাতা যেতে হবে না | ক্ষমতায় এলে সুন্দরবনেই এইমস তৈরি করা হবে,প্রতিশ্রুতি অমিত শাহের | এমনকি রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা তৈরী করে বিশেষ মর্যাদা দেওয়া হবে |এদিন গোসাবার সভা থেকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ | বলেন, আমফানের সময় মোদীজি টাকা দিয়েছিলেন | কিন্তু সেই টাকা আপনারা কি পেয়েছিলেন? জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন অমিত শাহ। এরপরেই তিনি বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পরেই কড়া ব্যবস্থা নেওয়া হবে | যারা সরকারের টাকা খেয়েছেন সিট বানিয়ে তাঁদের খুঁজে বার করা হবে এবং জেলে পাঠানো হবে | বলেন, আমফানের ১০ হাজার কোটি কোথায় গেল? ভাইপো কোম্পানি সব টাকা খেয়ে নিয়েছে, অভিযোগ তাঁর |এবারের নির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্ক খুব গুরুত্বপূর্ণ | কিন্তু এখনও নাগরিকত্ব আইন লাঘু না হওয়াতে ক্ষোভ তৈরি হয়েছে | গোসাবার সভা থেকে শাহের বার্তা, খুব শীঘ্রই নাগরিকত্ব আইন লাঘু হবে |