বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- তৃণমূল-সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার কুলতলি | কুলতলি বিধানসভার নলগোড়া অঞ্চলের ঘটনা| দুই রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক বোমাবাজি পরবর্তীতে মারামারির ঘটনা | হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ অধিকারী | আহত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন |
জানা গেছে,কুলতলির সাত নম্বার নলগোড়ায় দলীয় প্রচার করার সময় নলগোড়া অঞ্চল প্রধান রিজিয়া সর্দারের স্বামী হালিম সর্দারের দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন নলগোড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ঘোষ| তাঁকে ও আতিয়ার রহমান লস্করকে নামে তৃণমূলের কর্মীকে মারধর করে বলে অভিযোগ |পাল্টা তৃণমূল কংগ্রেসের ছোড়া বোমের আঘাতে হালিম সর্দার ও তার সাথে থাকা ইসরাফিল গুরুতর জখম হয় বলে অভিযোগ | স্থানীয় সিপিআইএম কর্মীরা হালিম সর্দারকে রায়দিঘি হাসপাতালে ভর্তি করা হয় | স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের দখল নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপা ক্ষোভ ছিল বলে অভিযোগ স্থানীয়দের| এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ মন্ডল বলেন সমস্ত অভিযোগ মিথ্যা, সিপিআইএমের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এমন হিংসাত্মক রাজনীতি করছে | ঘটনাস্থলে যায় কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী | এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ| এলাকায় পুলিশ প্রিকেট বসানো হয়েছে | শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশবাহিনী এলাকায় টহল দিচ্ছে | ঘটনার তদন্তে নেমেছে কুলতলি থানার পুলিশ |