Breaking News

১০ এপ্রিল মুকুল রায়ের সমর্থনে সভা করতে কৃষ্ণনগরে আসছেন ‘নমো’, যাবেন শিলিগুড়িতেও

দেবরীনা মণ্ডল সাহা :- বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের সমর্থনে এ বার কৃষ্ণনগরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |বিজেপি সূত্রে খবর রাজ্যে চতুর্থ দফা নির্বাচনের দিন ১০ এপ্রিল কৃষ্ণনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে সভা করবেন মোদি | মুকুলের নির্বাচনী কেন্দ্রেই তিনি এই সভা করবেন বলে জানা গিয়েছে|ওইদিনই শিলিগুড়িতেও সভা করার কথা রয়েছে তাঁর | একুশের বাংলা বিধানসভা ভোটকে বিজেপি ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে তা প্রধানমন্ত্রীর সভার সংখ্যা থেকেই পরিষ্কার হয়ে যায়| যেহেতু বাংলা থেকে ২০০ টি আসনকে পাখির চোখ করে গেরুয়া শিবির নেমেছে, তাই প্রচারে বিন্দুমাত্র ফাঁক রাখছে না গেরুয়া শিবির|ঠিক এই অবস্থায় বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায়কেও ভোটযুদ্ধে নামিয়েছে বিজেপি | প্রায় ২০ বছর পর নির্বাচনী ময়দানে নেমেছেন মুকুল রায়| যে কারণে তাঁর হয়ে প্রচারে আসছেন খোদ প্রধানমন্ত্রী| এরপর ১৭ এপ্রিল গঙ্গারামপুর এবং ২০ এপ্রিল মুর্শিদাবাদে সভা করার কথা প্রধানমন্ত্রীর | ২২ এপ্রিল আসানসোল এবং মালদায় সভা করার কথা রয়েছে|বাংলা দখলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন এবং তাঁর ভাবমূর্তির উপরই ভরসা রাখছে বিজেপি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *