Breaking News

মালতিপুরের প্রার্থী মৌলানা মতিউর রহমান এর সমর্থনে জনসভা এইআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির ,তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ

অভিষেক সাহা, মালদহ :- আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহের মালতিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে এইআইএমআইএম অর্থাৎ অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন | দলীয় প্রতীকে ওই কেন্দ্র থেকে লড়াই করবেন মৌলানা মতিউর রহমান|বৃহস্পতিবার মৌলানা মতিউর রহমান এর সমর্থনে জনসভা করলেন এইআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি| আজ দুপুরে ইটাহারের জনসভা শেষ করে চাঁচলের জালালপুর হাইস্কুল মাঠে সভা করলেন তিনি |

সভা মঞ্চ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি | এদিন এইআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, গত লোকসভা নির্বাচনে এআইএমআইএম লড়াই করেনি | তবে কেন উত্তর মালদায় মৌসম নূর হেরেছেন? কীভাবে বিজেপি রাজ্যে ১৮টি আসন পেল? তিনি তার কারণ তুলে ধরে বলেন,তৃণমূলের লোক বিজেপিকে ভোট দিয়েছে | এদিন তিনি অভিযোগ বলেন,এখন তৃণমূল বলছে আমি নাকি বিজেপিকে সাহায্য করতে লড়াইয়ে নেমেছি |

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৭টি আসনে প্রার্থী দিয়েছে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি | ইটাহার কেন্দ্রে মোফ্ফাক্কেরুল ইসলাম। মুশির্দাবাদে জলঙ্গিতে অলসুকুয়াত জামান, সাগরদিঘিতে নুরে মেহেবুব আলম, ভরতপুরে সাজ্জাদ হোসেন, মালতিপুরে মৌলানা মতিউর রহমান, রতুয়ায় সইদুর রহমান, আসানসোল উত্তর দানিশ আজিজ | এই আসনগুলির মধ্যে ২০১৬ বিধানসভার নিরিখে ৩টি তৃণমূলের, ৩টি কংগ্রেসের ও একটি বামেদের দখলে রয়েছে। প্রত্যেকটি আসনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ | ফলে মিম প্রার্থী দেওয়ায় এই আসনের লড়াই আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *