Breaking News

নির্বাচন পরবর্তী হিংসা হাওড়ায়, তৃণমূল নেতাকে অস্ত্র-সহ খুনের হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে,প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের কর্মী-সমর্থকদের

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- শনিবার, চতুর্থ দফায় হাওড়ার ৯ টি আসনে ভোট ছিল | ভোট পরবর্তী হিংসা ছড়াল হাওড়ার চ্যাটার্জি হাটে | ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেবেলা |প্রতিবাদে রবিবার সকালে চ্যাটার্জি হাট থানার সামনে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা | অভিযোগ, চ্যাটার্জি হাটের তৃণমূল নেতা তথা ‘জয় হিন্দ’ বাহিনীর প্রধান পার্থ বসুকে লাগাতার আগ্নেয়াস্ত্র-সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন এক বিজেপি কর্মী | জানা গেছে, শনিবার ভোট মিটটেই সন্ধে থেকে তৃণমূল-বিজেপির মধ্যে চাপা অশান্তি ছড়িয়ে পড়ে | অভিযোগ, গত কয়েকদিন ধরে তৃণমূল নেতা পার্থ বসুকে ফোনে হুমকি দিচ্ছে এক বিজেপি কর্মী বলে অভিযোগ | বেশ কয়েকবার থানায় অভিযোগ জানানো হলেও থানা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ | তৃণমূলের আরও অভিযোগ, বিজেপির ওই কর্মীর বিরুদ্ধে | তাঁদের অভিযোগ,আগ্নেয়াস্ত্র-সহ ভোটের দিন বাইক বাহিনী নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছে বলেও অভিযোগ | এমনকি রবিবার সকালে ওই বিজেপি নেতা পার্থবাবুকে তাঁর ফ্ল্যাট থেকে বেরিয়ে রাস্তায় ডাকেন বলেও অভিযোগ |এরপরই নিরাপত্তার স্বার্থে তৃণমূল নেতা ও কর্মীরা থানায় যান | রবিবার সকালে চ্যাটার্জিহাট থানার সামনে শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করে তৃণমূল | বিজেপি আবার পাল্টা অভিযোগ করে, থানার সামনেই তৃণমূল কর্মীরা তাঁদের সদস্যকে মারধর করে | তাতে নিষ্ক্রিয় ছিল পুলিশ বলে অভিযোগ | এ নিয়ে অশান্তি আরও ছড়িয়ে পড়ে| তৃণমূল-বিজেপির সংঘর্ষ সামাল দিতে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *