Breaking News

‘নন্দীগ্রামের গণহত্যা আমি দেখেছি, এটাও একটা গণহত্যারই সামিল’ শীতলকুচি নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা :- চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে ৪ জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি |কোচবিহারের শীতলকুচির ৪ জনের মৃত্যুকে ‘গণহত্যা’ বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পঞ্চম দফার নির্বাচনের আগে রবিবাসরীয় প্রচারে ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভার চালসার টিয়াবনে জনসভা করেন তৃণমূল নেত্রী| সেখান থেকে শীতলকুচি ঘটনা নিয়ে বিজেপিকে গণহত্যার দায়ে অভিযুক্ত করলেন তিনি | টেনে আনলেন নন্দীগ্রাম প্রসঙ্গ |

প্রসঙ্গত,২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোয় মৃত্যু হয়েছিল ১৪ জনের | আর চতুর্থ দফা ভোটের দিন আধা সামরিক বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চারজনের | এই দু’ঘটনাকে মিলিয়ে দিতে চাইলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় | শীতলকুচি ঘটনাকে ‘গণহত্যার সামিল’ বলে মন্তব্য করেন মমতা | সুর চড়ান বিজেপিকে নিয়ে | বলেন, হাসিমুখে খুন করতে পারে এরা| মমতার কথায়, “বিজেপি পুলিশ দিয়ে শীতলকুচিতে গুলি চালিয়েছে| এমন গণহত্যা আগে হয়নি |ধিক্কার অমিত শাহ-মোদীকে| গণতন্ত্র হত্যার নায়ক | ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী বুকে গুলি মেরেছে বলে অভিযোগ করেছেন মমতা | সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিও জানিয়েছেন তৃণমূলনেত্রী|  রবিবার গলায় কালো কাপড় পেচিয়ে মঞ্চে উঠে শীতলকুচি কাণ্ডের প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী | সভামঞ্চে উঠে এদিন প্রথমেই তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান | প্রসঙ্গত, শনিবার চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয় | আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, জানায় কমিশন | ৭২ ঘণ্টার জন্য কোচবিহারে সব রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *