অভিষেক সাহা, মালদহ :- বুধবার মালদহের চাঁচলের তুলসিহাটায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার কর্মসূচি রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের | আর এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূর | শুধু তিনিই নন, তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকারের | যিনি সোমবারই মমতার সভামঞ্চে উপস্থিত ছিলেন | তাঁর সঙ্গে মঞ্চে যাঁরা থাকবেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয় | সেই রিপোর্ট এদিন এলে দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম | তাঁর সঙ্গে দুলালবাবুরও রিপোর্টেও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে | ফলে তাঁরা বুধবার চাঁচলে তৃণমূল নেত্রীর সভায় উপস্থিত থাকতে পারবেন না | গত বছরও মৌসম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন| দ্বিতীয়বার ফের তাঁর শরীরে থাবা বসাল করোনা ভাইরাস | যদিও বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে | ইতিমধ্যেই কোতোয়ালিতে নিজের বাড়িতে একান্তবাসে চলে গিয়েছেন মৌসম বেনজর নূর | আর দুলাল সরকার জানিয়েছেন, পার্টি অপিসের একটি ঘরেই কোয়ারেন্টাইনে থাকছেন তিনি | তবে মৌসম বা দুলালবাবু, কারওরই বিশেষ কোনও শারীরিক অসুবিধার লক্ষণ নেই বলে জানা গিয়েছে | নির্বাচনী আবহে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে দফায় দফায় বৈঠকে বসছে রাজ্য সরকার | সরকারি হাসপাতালে বাড়ানো হয়েছে কোভিড বেড | এই অবস্থায় অনেকেই নির্বাচনী জনসভা, প্রচার কাটছাঁটের পথে চলেছে | তারই মধ্যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তা বাড়িয়েছে |