প্রসেনজিৎ ধর, কলকাতা :-সোমবারই পরিবহণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ফিরহাদ হাকিম | এবার দফতরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন তিনি| প্রাথমিকভাবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী জানান পরিবেশ বাঁচাতে শহরে ই-ভেহিক্যাল বাড়ানোর কথা ভাবা হচ্ছে | তিনি বলেন, “গাড়ি থেকে কার্বন বেরোচ্ছে | বাতাসে দূষণের মাত্রা বাড়ছে, রাস্তাও খারাপ হচ্ছে | পরিবেশ বাঁচাতেই ইলেকট্রিক ভেহিক্যালের সংখ্যা বাড়ানোর হবে|”পাশাপাশি পণ্যবাহী গাড়িতে ওভারলোডিং রুখতেও যে সরকার কড়া পদক্ষেপ করছে, সে কথা জানিয়ে দেন ফিরহাদ |
এদিন প্রথমবারের জন্য নতুন দফতরে গিয়ে দফতরের সমস্ত সচিবের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ| এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তেলের ক্রমবর্ধমান দামের সঙ্গে লড়াই করতে ও কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বৈদ্যুতিন গাড়ি চালানোয় জোর দেবে পরিবহণ দফতর | বিশেষ করে কলকাতা শহরে বৈদ্যুতিন গাড়িতে জনপ্রিয় করতে পরিকল্পনা তৈরি করবে তাঁর দফতর’| ফিরহাদ বলেন, ‘জ্বালানি তেলের দামবৃদ্ধি আমাদের হাতে নেই | কেন্দ্র দাম বাড়ায় | তাই আমাদের এর হাত থেকে বাঁচতে ভবিষ্যতে ইলেক্ট্রিক গাড়ির দিকে যাওয়া ছাড়া রাস্তা নেই | পরিবহণ দফতরকে বলেছি কলকাতায় বৈদ্যুতিন বাসের সংখ্যা বাড়াতে | ধীরে ধীরে পুরোটাই বৈদ্যুতিন গাড়ি করে ফেলতে হবে | এতে দূষণও হয় না | ফলে শহরের বাতাস পরিচ্ছন্ন থাকবে |’ পরিবহণমন্ত্রী জানান, ওভারলোডিং হলে বড় ফাইন হয়ে যাবে | ফাইন আছে, তবে তার মাত্রা আরও বাড়বে | অটোর রুটও বাড়ানো হবে বলে ঘোষণা করেন ফিরহাদ|তিনি বলেন, “যেখানে যেখানে মেট্রো রেলের সার্ভিস হচ্ছে, সেই সব জায়গাগুলিতে যাতে অটোর রুট আরও কিছু বাড়ানো যায়, তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে |”
প্রসঙ্গত,মঙ্গলবার পরিবহণমন্ত্রী ৩টি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন | শহর ও শহরতলিতে নতুন অটো রুট চালু করা, কলকাতা শহরে বৈদ্যুতিক যানবাহন চলাচল এবং মালবাহী গাড়িতে অতিরিক্ত ভার বহন বন্ধ করা | আপাতত পরিবহণ ক্ষেত্রে এই তিনটিকেই পাখির চোখ করেছেন ফিরহাদ |