Breaking News

‘বাংলায় টিকা কারখানার জন্য জমি দিতে রাজি মমতা’,প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এবার আন্তর্জাতিক সংস্থাকেও আহ্বান মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাণঘাতী করোনাভাইরাস
থেকে বাঁচতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যে ভ্যাকসিন উৎপাদনের জন্য আহ্বান জানালেন তিনি |প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কোনও করোনা টিকা উ‍ৎপাদনকারী সংস্থা বা তাদের ফ্র্যাঞ্চাইজি যদি বাংলায় কারখানা তৈরি করতে চায়, তাহলে জমি দিতে রাজি রাজ্য সরকার |’এদিন প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের ১০ কোটি এবং দেশের ১৪০ কোটি মানুষের করোনা টিকার প্রয়োজন | কিন্তু এখনও পর্যন্ত সীমিত সংখ্যক মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে | বার বার চেয়েও করোনার টিকা মিলছে না |’ দেশে করোনা টিকার অপ্রতুলতা ও সঙ্কট কাটাতে বিদেশ থেকেও টিকা আমদানি করার প্রস্তাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী | চিঠিতে তিনি লিখেছেন, ‘বিশ্বের একাধিক দেশে একাধিক সংস্থা করোনার টিকা উ‍ৎপাদন করছে | দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের সঙ্গে কথা যাচাই করে নেওয়া যেতে পারে কোন সংস্থার টিকা আমাদের দেশে সবচেয়ে কার্যকরী | সেই অনুযায়ী টিকা আমদানি করা যেতে পারে|’দেশজুড়ে করোনা টিকার বিপুল চাহিদা পূরণে যদি কোনও টিকা উ‍ৎপাদনকারী সংস্থা কিংবা তাদের অনুমোদিত সংস্থা কারখানা তৈরি করতে চায়, তাহলে বাংলায় সেই কারখানা গড়ে তোলা যেতে পারে বলেও চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী |

আগেও একাধিবার চিঠি লিখেছেন | যদিও মমতার দাবি মেনে সরাসরি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেকের থেকে রাজ্য সরকারগুলিকে টিকা কেনার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র | রাজ্যের অবশ্য চাহিদা মেটেনি | যে পরিমাণ টিকার ডোজ বরাত দেওয়া হয়েছিল, তার অনেকটাই কম এসেছে | তার জেরে ১৮-৪৪ বয়সিদের থেকে টিকাকরণ এখনও শুরু করতে পারেনি রাজ্য সরকার | বাকিদেরও দ্বিতীয় ডোজের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে | সেই পরিস্থিতিতে শুধু আমদানি নয়, টিকার জোগান বাড়াতে প্রয়োজনে বিদেশি সংস্থাগুলিকে ভারতে ফ্র্যাঞ্চাইজি (শাখা সংস্থা) খোলার জন্য উৎসাহ প্রদানেরও প্রস্তাব দিয়েছেন | মুখ্যমন্ত্রীর এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন রাজ্যের চিকি‍ৎসকরা বিশিষ্ট চিকি‍ৎসক অভিজি‍ৎ চৌধুরীর কথায়, ‘বাংলার মুখ্যমন্ত্রীর প্রস্তাব অভিনন্দনযোগ্য | দেশে যেভাবে করোনার টিকাকরণ কর্মসূচি চলছে, তাতে মারণ ভাইরাসকে সহজে মোকাবিলা করা যাবে না| হাতে গোনা সংস্থাকে দিয়ে করোনার টিকা উ‍ৎপাদন করালে মারণ ভাইরাসের সুনামিকে রোখা যাবে না | আরও বেশ কিছু সংস্থাকে টিকা উ‍ৎপাদনে কাজে লাগাতে হবে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *