Breaking News

অনাস্থা আনার কথা ছিল ২৪ মে,আর তৃণমূল অনাস্থা আনার আগেই পদত্যাগ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির!

প্রসেনজিৎ ধর :- এবার জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন | আগামী ২৪ মে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার কথা ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ আবু তাহের খান| গত বুধবারই সে কথা জানান তিনি | আর তার ২৪ ঘণ্টার ব্যবধানেই জেলা পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন | তবে তার আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে পদ ছাড়লেন মোশারফ হোসেন | এদিকে তিনি-সহ মোট ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে| মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে ভোট হয়েছিল ২০টিতে| তার মধ্যে ১৮টি আসনে জিতেছে তৃণমূল | বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই মুর্শিদাবাদ জেলা পরিষদ পুনরুদ্ধারে তৎপরতা শুরু করে তৃণমূল| বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া সভাধিপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করে দেয় তৃণমূল| মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হাত ধরে মোশারফ হোসেনের রাজনীতিতে প্রবেশ | দীর্ঘদিন ধরে কংগ্রেস ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন | পরবর্তীতে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মোশারফ যোগ দেন ঘাসফুল শিবিরে | গত পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়ে জেলা পরিষদের সভাধিপতির পদে বসেন মোশারফ | পরবর্তীতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় | এরপরই কংগ্রেসে ফিরে যান তিনি | তৃণমূল থেকে মোশারফ বহিষ্কৃত হলেও জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার কোনও আইন নেই | ফলে পদে আসীন ছিলেন তিনি |এবার মুর্শিদাবাদে কংগ্রেসের ভরাডুবি হলেও এই প্রথম জেলায় খুবই ভাল ফল করেছে তৃণমূল | স্বাভাবিকভাবেই চাঙ্গা জেলার তৃণমূল কর্মী-সমর্থকরা |তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানান, ২৪ মে আস্থা ভোট হবে | দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে| তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও দাবি তুলেছে তৃণমূল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *