অভিষেক সাহা, মালদহ :- মর্মান্তিক ঘটনা | বৃষ্টির জলে ডুবে যাওয়া জমি থেকে ধানের আঁটি ঘরে আনতে গিয়ে খাঁড়িতে তলিয়ে মৃত্যু হল এক কৃষি শ্রমিকের | মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে | মৃত শ্রমিকের নাম আসিদুর রহমান (২৬) | জানা গিয়েছে এদিন তার বাড়ির পাশে জমিতে বোরো ধানের আঁটি আনতে গিয়েছিল সে | অসতর্কতাবসত পা পিছলে খাঁড়িতে তলিয়ে যায় আসিদুর| তড়িঘড়ি করে এলাকার মানুষজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসলে শেষ রক্ষা হয়নি, মারা যান ওই ব্যক্তি | তার মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া | স্বজনহারা কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও প্রতিবেশী | এই খবর পেয়েই দলীয় কর্মী ও ত্রিস্তর পঞ্চায়েত সদস্যদের নিয়ে মৃত শ্রমিকের বাড়িতে ছুটে যান মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সী | তিনি মৃত শ্রমিকের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন | পাশাপাশি সরকারিভাবে যাতে ওই শ্রমিকের পরিবারকে সাহায্য করা যায়, সেটাও দেখবেন বলে জানান বিধায়ক | তিনি আরও বলেন, আসিদুরের পরিবার ভীষণ গরিব | কৃষি শ্রমিকের কাজ করত ছেলেটি | বৃষ্টিতে এলাকার প্রায় সমস্ত বোরোচাষের জমি জলের নীচে চলে গিয়েছে | তাই জমির মালিকরা এখন ডুবে থাকা ধান কোনওরকমে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন | আজ সেই কাজই করছিল আসিদুর | কিন্তু ধানের আঁটি মাথায় নিয়ে খাঁড়ি পেরোনোর সময় তলিয়ে মৃত্যু হয় তাঁর|