প্রসেনজিৎ ধর,কলকাতা :-রামকৃষ্ণ মিশনেও করোনার থাবা | প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী শিবমায়ানন্দ | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর | জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তবে বিগত কয়েকবছর ধরেই রক্তচাপ, শ্বাসকষ্ট, কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন মহারাজ স্বামী শিবমায়ানন্দ| গত কয়েকদিন ধরেই ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল | ২২ মে থেকে মহারাজ স্বামী শিবময়ানন্দের জ্বর আসে | সঙ্গে শ্বাসকষ্টও হতে থাকে তাঁর | মহারাজকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় | করোনা পরীক্ষা করানো হয়| তাতেই রিপোর্ট পজিটিভ আসে | করোনা হওয়ার আগে থেকেই একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর | কিডনির সমস্যা এবং রক্তচাপজনিত অসুস্থতা নিত্যদিনের সঙ্গী ছিল মহারাজের | শারীরিক অবস্থার উন্নতির পরিবর্তে অবনতিই হচ্ছিল বেশি | নানা কোমর্বিডিটির পাশাপাশি তাঁর বয়স বেশি হওয়ায় বেশ চিন্তিত ছিলেন চিকিৎসকরা | ১৯৩৪ সালে বিহারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী শিবমায়ানন্দ | ১৯৫৯ সালে তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হন |রামকৃষ্ণ মিশনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি | রণেন মহারাজ হিসাবেই পরিচিত ছিলেন বেলুড় মঠই ছিল তাঁর ঠিকানা | মহারাজের মৃত্যুতে শোকস্তব্ধ রামকৃষ্ণ মিশন |তাঁর মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|