দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্রেফ সৌজন্য সাক্ষাতের জন্য নাকি এসেছেন | তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়ি থেকে বেরিয়ে এমনটাই বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় | তবে সেখানে বিজেপির ‘গোঁড়া সাম্প্রদায়িকতা’, ‘বিভেদমূলক নীতি’ রাজনীতির বিরোধিতাও করলেন তিনি| শনিবার সন্ধ্যায় ‘বন্ধু ও দাদা’ কুণালের পাশে দাঁড়িয়ে রাজীব জানান, উত্তর কলকাতায় এক অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছিলেন | সেই সময় ‘দীর্ঘদিনের পরিচিত’ কুণালের সঙ্গে দেখা করে যাবেন বলে ভাবনাচিন্তা করেন | সেইমতো ফোন করেন কুণালকে | তাই নেহাতই ‘সৌজন্য সাক্ষাতের’ এসেছিলেন | রাজীবের কথায়, ‘চা খেয়ে যাব বলেছিলাম | রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি, কোথায় কী প্রত্যাবর্তন, সে বিষয়েও আলোচনা হয়নি |’ প্রসঙ্গত, গত সপ্তাহে বিতর্কিত ফেসবুক পোস্ট রাজীবের | আর মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরের দিনই একেবারে গোপনে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়াই কুণালের বাড়িতে হাজির রাজীব | এসবের পর রাজীবের মুখে বারবার ‘সৌজন্য সাক্ষাৎ’ শুনেও জল্পনা কমছে না রাজনৈতিক মহলে।