Breaking News

বিজেপির পর্যালোচনা বৈঠক! রাজ্য বিজেপিতে ড্যামেজ কন্ট্রোল করতে জরুরি বৈঠক শিবপ্রকাশের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুল রায়’ঘরে’ ফিরেছেন | আরও অনেক নেতাই নাকি ফেরার অপেক্ষায় রয়েছেন | সেই পরিস্থিতিতে হেস্টিংসে রাজ্য বিজেপির দফতরে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে | পর্যালোচনা বৈঠকে রাজ্য বিজেপির তরফে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো নেতারা ছাড়াও শিবপ্রকাশের মতো কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে | এখন যা অবস্থা তাতে শৃঙ্খলা কমিটি গড়েও চাপা দেওয়া যাচ্ছে না দলীয় কোন্দল | উল্টে তা ঢাকা দিতে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ করছেন গেরুয়া নেতারা | এই বিপর্যস্ত পরিস্থিতিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, অমিত মালব্য–সহ অন্যান্য নেতারা | তাঁরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর | বৈঠকের মূল অ্যাজেন্ডা বাংলায় রাজনৈতিক পরিস্থিতি কি?‌ নির্বাচনের আগে ডাক ছিল ২০০ পার করার | কিন্তু অনেক আগেই থামতে হয়েছে বিজেপিকে | ৭৭ আসন জয়ের পর ২ সাংসদের বিধায়ক পদে ইস্তফা আর মুকুল রায়ের দলত্যাগে সেই আসন এখন ৭৪-এ | কোথাও তো একটা ভুল হয়েই ছিল, সেই ভুল নির্ধারণ করতে হবে রাজ্য নেতৃত্বকে | সেই ভুল খুঁজে দেখতেই পর্যালোচনা বৈঠক বসতে চলেছে এদিন | রাজ্যে দলের হারের জন্য কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকে নিশানা করেছিলেন প্রাক্তন সভাপতি তথাগত রায় | তবে এদিনের বৈঠকে নেতৃত্ব দিতে দেখা যাবে শিবপ্রকাশকে | এছাড়াও দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে | এছাড়াও রাজ্য বিজেপির ৫ সাধারণ সম্পাদক এবং প্রথম সারির নেতারা এই বৈঠকে থাকবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *