প্রসেনজিৎ ধর, কলকাতা :-কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হয়েছিল, ‘কৃষক বন্ধু’ প্রকল্পে ভাতা ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করা হবে | বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই প্রকল্প নতুন ভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ফলে লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ হল বাংলার কৃষকদের | এদিন তিনি ঘোষণা করেন, ‘রাজ্যের ৬টি জেলায় রেকর্ড পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষি, পশুপালন এবং মৎস্যচাষ করা হবে | উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং মেদিনীপুরের কৃষকদের নোনা স্বর্ণ ধানের বীজ দেওয়া হচ্ছে | রাসায়নিক থাকছে কিটেও | ১৮৬টি কিষান মান্ডি তৈরি করা হয়েছে | কেন্দ্রীয় সরকার সবাইকে টাকা দিচ্ছে না |ক্ষেত-মজুর-বর্গাদার পান না কেন্দ্রের প্রকল্প | বরং কৃষক বন্ধু প্রকল্পের অধীন ৬২ লক্ষ কৃষক চলে এলেন |’এরপরই তিনি জানিয়ে দেন, “সবরকমভাবে আমরা কৃষকদের পাশে আছি | দেশে গত ৬ মাস ধরে কৃষক আন্দোলন চলছে | বাংলা তার ব্যতিক্রম | আরও ২০ লাখ কৃষক কিষাণ ক্রেডিট কার্ড পাবেন | ৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে | ৫০ হাজার একক পতিত জমি চাষযোগ্য করা হয়েছে | কৃষক বন্ধু প্রকল্পের অধীনে মোট ৬২ লক্ষ কৃষক আছেন | কৃষকদের মৃত্যুতে ২ লক্ষ টাকা দেওয়া হবে |”এদিন নবান্ন সভাঘর থেকে ‘নতুন কৃষকবন্ধু’ প্রকল্পের ভার্চুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী| সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলায় জেলাশাসকদের দফতর থেকে প্রকল্পের জন্য বরাদ্দ ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেল | বৃহস্পতিবারই কৃষকের হাতে পৌঁছে গেল টাকা | এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না |বর্গাদার, খেতমজুররাও পাচ্ছেন না | কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের সব কৃষককে আনা হয়েছে|খেতমজুরদেরও ভাতা বাড়ানো হয়েছে| আজকে ২২টা জেলায় ৯ লক্ষ ৭৮ হাজার কৃষককে ২৯০ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে| কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ জুলাই থেকে ৮ জুলাই রিভিউ করে দিয়ে দেব |’এত দ্রুততার সঙ্গে প্রকল্পের বাস্তবায়ন করায় স্বভাবতই উচ্ছ্বসিত কৃষকরা |