দেবরীনা মণ্ডল সাহা :- সেবক সিকিম রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজে দুর্ঘটনা | কাজ চলছিল রেলের সুড়ঙ্গ পথের | এমন সময় হঠাৎই ধসে পড়ল মাটি | শেষ পাওয়া খবর অনুযায়ী,দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ শ্রমিকের, আহত আরও ৫ | দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মীয়মান রেল টানেলে | আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে | দুর্ঘটনার পর আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে | সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে কয়েক দিন ধরে| বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি নামে কালিম্পংয়ে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে রংপোর কাছে ভালুখোলায় কাজ করছিলেন ৭ জন শ্রমিক |
এমন সময় আচমকাই টানেলে ধসে পড়ে মাটি | ভূগর্ভ থেকে বেরতে না পেরে মাটি চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয় | আহত হন ৫ জন | তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় |তাঁদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ১০ নং টানেলে দুর্ঘটনাটি ঘটে | আপাতত কাজ বন্ধ রয়েছে| আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের | ফলে ঝুঁকি এড়াতে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে |সাম্প্রতিককালে পাহাড়ে এভাবে টানেলে ধস নেমে মৃত্যুর ঘটনা বিশেষ ঘটেনি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের| কেন এই দুর্যোগ পরিস্থিতিতেও রাতে কাজ করানো হচ্ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে | সেবক-সিকিম রেলপথ সম্প্রসারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প | এর মাধ্যমে বাংলার সঙ্গে সিকিমের সরাসরি রেলপথে যোগাযোগ করা সম্ভব হবে| পরবর্তীকালে এই রেলপথ নাথুলা পর্যন্ত বিস্তৃত হবে | ২০২৩ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা জোর কদমেই চলছিল কাজ | পাহাড় থেকে গুহার মধ্যে দিয়ে রেলপথ সম্প্রসারিত করা হচ্ছিল |