প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের দিল্লি যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে তলব করেছেন | সম্ভবত, দিল্লিতে গিয়েই নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু| সম্ভবত, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হতে পারে |
শুভেন্দু অধিকারী সামনে থেকে বঙ্গ বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে, তা গত কিছুদিনে স্পষ্ট | তাই তাঁর সঙ্গে নাড্ডার বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল|সম্প্রতি দিল্লি গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড় | এদিকে, তার কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু | এই কয়েকদিনের ব্যবধানে ফের শুভেন্দুর দিল্লি যাত্রা ঘিরে বাড়ছে জল্পনা |এর আগে দিল্লি সফরে গিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু টুইটারে লিখেছিলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলাম | অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলার মানুষের জন্য আশীর্বাদ চেয়েছি |’ রাজ্যে ভোটপরবর্তী হিংসা নিয়ে বিজেপি নেতা-কর্মীদের খোঁজ নিতে বারবার শুভেন্দুকে দিল্লিতে তলব করে কেন্দ্রের নেতারা | আজ আবার সেই একই কারণে দিল্লিতে তলব করা হয়েছে শুভেন্দুকে বলে জানা যাচ্ছে| তবে শুধু এই কারণ নয়, রাজ্যে সম্প্রতি নানা ইস্যু বিশেষ করে বিজেপি সাংসদ-নেতাদের জঙ্গলমহল ভাগ কিংবা উত্তরবঙ্গ ভাগ নিয়ে মানুষের মতামত জানতেই দিল্লিতে ডাকা হয়েছে বিরোধী দলনেতাকে | গত শনিবার চারদিনের দিল্লি সফর সেরে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়| আবার দু’দিনের মধ্যেই বিজেপি নেতা শুভেন্দুকে দিল্লিতে আচমকাই তলব কেন? আগেই দেখা গিয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেই বঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে মন্তব্য করেছেন | মাঝে রাজ্যপাল গিয়ে আকার ইঙ্গিতে তাই বোঝাতে চেয়েছেন, এবার বিজেপি নেতাদের ও শুভেন্দুর কাছ থেকে বাংলার মানুষের মত নিতেই কী দিল্লি তলব? উঠছে প্রশ্ন |