অভিষেক সাহা, মালদহ :- বিজেপিকে ভোট না দেওয়ায় মালদহে তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে | এমনকি বাড়ি ভাঙচুর,মারধর,বাড়ি লুটপাট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি| নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে এই মুহূর্তে সরগরম বঙ্গ রাজনীতি | বিভিন্ন জায়গায় প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগ করছে শাসকদলের বিরুদ্ধে,এমনকি যা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং রাজ্যপাল| কিন্তু এবার দেখা গেল উল্টো ছবি |তৃণমূলের মহিলা কর্মীকে মারধর এবং তার বাড়ি ভাঙচুর, লুটপাট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে |এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশচন্দ্রপুর কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর রামপুর গ্রামে | ওই গ্রামের বাসিন্দা কলাবতী দাস গ্রামের একমাত্র তৃণমূল কর্মী | বিজেপিকে ভোট না দেওয়ায় ভোটের পর থেকেই তার উপর অত্যাচার করছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ | প্রচন্ড আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে ওই মহিলা তৃণমূল কর্মীর বলে অভিযোগ |ওই তৃণমূল কর্মী কলাবতী দাস বলেন,’ আমি গ্রামের একমাত্র তৃণমূল |১৫-১৬ বছর ধরে দল করছি | বাকি সকলে বিজেপি | বিজেপিকে ভোট দিই নি তাই আমার উপর অত্যাচার করছে | ঘরবাড়ি ভাঙচুর করেছে | প্রচন্ড আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে। প্রশাসন এবং দলকে জানিয়েছি। দল বলেছে ব্যবস্থা করবে |”
এ বিষয়ে তৃণমূলের মালদহ জেলার সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন,”ঘটনাটি জানতে পেরেছি | দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে | যারা এরকম করছে আইন অনুযায়ী প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে | এটাই বিজেপির সংস্কৃতি| কিন্তু হরিশ্চন্দ্রপুরের মাটিতে এই রাজনীতি চলবে না |’ বিজেপির মালদহ জেলা সম্পাদক কিষান কেডীয়া বলেন,’ এই অভিযোগ ভিত্তিহীন | আমরা রাজনৈতিক সন্ত্রাসকে সমর্থন করি না | দলের পক্ষ থেকে তদন্ত করা হবে | যদিও কেউ যুক্ত থাকে তাহলে দল তাদের পাশে দাঁড়াবে না | আইনের কাজে আমরা বাধা দিই না |’