Breaking News

পৃথক রাজ্য করার দাবিতে এফআইআর দায়ের!দুই সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে এফআইআর ময়নাগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের

উৎপল রায়,জলপাইগুড়ি:- উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলায় আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ও বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ-র নামে এফআইআর দায়ের হল ময়নাগুড়ি থানায় |শুক্রবার ময়নাগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয় | এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার দীপক বর্মন, ময়নাগুড়ি কলেজ ভারপ্রাপ্ত জিএস পাপ্পু আলম, ময়নাগুড়ি অঞ্চল সভাপতি রাজাদের সরকার এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সদস্যরা | এদিন দীপক বর্মন বলেন, সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সংসদ জন বার্লা ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, যেভাবে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি ও কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন তারই বিরুদ্ধে অভিযোগ তুলে ময়নাগুড়ি ১নং ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হল |

এর আগে আলিপুরদুয়ারের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ কর এই একই কারণে বিজেপি সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন | প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত রাজ্য করার দাবি করেছেন | অন্যদিকে বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও জঙ্গলমহলের জন্য এই একই দাবি করেছেন | কোচবিহারে এক দলীয় বৈঠকে জন বার্লা বলেন,”আমি উত্তরবঙ্গকে একটি আলাদা রাজ্য হিসাবে দেখতে চাই | এই বিষয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করব | সবাই আক্রান্ত হচ্ছে | মানুষ কোথায় যাবে?”অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে গঠিত রাঢ় অঞ্চলসহ হুগলির কিছু অংশকে আলাদা রাজ্য করার দাবি জানিয়েছেন| সৌমিত্র খাঁ বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহিরাগত বলতে পারেন, তাহলে জঙ্গলমহলের মানুষেরা তাঁকে কেন একই কথা বলতে পারবেন না ? এত বছরে জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলের বাসিন্দারা কোনও উন্নয়নই দেখেননি | এই কারণেই আমরা আলাদা রাজ্যের দাবি করেছি |”তাঁদের এই বক্তব্যর পরই উত্তাল রাজ্য-রাজনীতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *