Breaking News

স্পিকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, স্বাধিকার ভঙ্গের নোটিস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে!জোর চর্চা বিধানসভার অন্দরে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি হল| তাঁকে আজ সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে | এই স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানোর কারণ হল, সাংবাদিক বৈঠকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে | তাঁকে নোটিশ পাঠালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য | প্রথম বিধানসভা অধিবেশনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে | কারণ তিনি সর্বদলীয় বৈঠক কিংবা বিএ কমিটির বৈঠকে হাজির ছিলেন না | রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলাকালীন বিরোধী দলনেতার কিছু মন্তব্য ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে চিহ্নিত করে বিধানসভা অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় | তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী ওয়াকআউট করেন | তাতে ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়| পরে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘‌স্পিকার শাসকদলের হয়ে কাজ করছেন |’‌এবার এই মন্তব্যের জন্যই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে| তা ইতিমধ্যেই প্রিভিলেজ কমিটির কাছেও পাঠানো হয়েছে | আপত্তিকর মন্তব্যের জন্য কোনও বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা যেতেই পারে | কিন্তু প্রথমবার বিরোধী দলনেতা হয়েই শুভেন্দু অধিকারীকে এই নোটিশ পেতে হল | যা নজিরবিহীন |

এখন প্রশ্ন হচ্ছে এই নোটিসের জল কতদূর গড়াতে পারে? সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্পিকার নিজে কোনও পদক্ষেপ নিলে বিধায়ক পদ পর্যন্ত তিনি খারিজ করে দিতে পারেন | তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করা যায়। কিন্তু এখানে স্পিকার কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না | সিদ্ধান্ত নেবে প্রিভিলেজ কমিটি | তাঁদের হাতে বিধায়ক পদ খারিজের ক্ষমতা নেই | তাঁরা শুভেন্দুকে ডেকে সতর্ক করে দিতে পারেন | পরে আবারই এই ধরনের ঘটনা ঘটলে তাঁরা শুভেন্দুকে একটি অধিবেশনের জন্য বরখাস্তও করতে পারেন| অন্যদিকে, এ দিন বিজেপির মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিএ কমিটির বৈঠক বয়কট করে বিজেপি | এদিন অধিবেশনের শুরুতে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি | ভুয়ো ভ্যাকসিন নিয়ে এই প্রস্তাব আনেন তাঁরা | কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যায় | এর আগে ভোট পরবর্তী হিংসার প্রস্তাবও খারিজ হয়ে গিয়েছিল | এরপরই তাঁরা বিএ কমিটির বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *