প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভার পিএসির চেয়ারম্যান মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে তৎপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | অবশেষে শুক্রবার দুপুর ২টোয় বিধানসভায় শুনানি ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়| সূত্রের খবর,শুনানিতে মুকুলের বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ নিয়ে হাজির হবেন শুভেন্দু অধিকারী | তার পরেও যদি অধ্যক্ষ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ না করে তাহলে আদালতের দ্বারস্থ হবে বিজেপি|পিএসি চেয়ারম্যান পদ পাওয়া নিয়ে বিধানসভার ভেতরে–বাইরে আওয়াজ তুলেও ঠেকানো যায়নি | তাই এবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে মাঠে নামছে বিজেপি | শুক্রবার শুনানি বিধানসভায় | স্পিকারের ঘরে হবে শুনানি | সেখানে কোমর বেঁধে নামতে চাইছে গেরুয়া শিবির | পাল্টা রণকৌশল ঠিক করে রেখেছে তৃণমূল কংগ্রেসও | বিধানসভার অধিবেশন বয়কট করার পর এই প্রথম সরাসরি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | আগে কোনও বৈঠক বা সৌজন্য সাক্ষাৎকার হয়নি স্পিকার ও বিরোধী দলনেতার | ইতিমধ্যেই স্পিকারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছেন শুভেন্দু অধিকারী | সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় অধ্যক্ষের ঘরে হবে মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে শুনানি | আর সেখানেই একাধিক ভিডিয়ো ক্লিপস জমা করবেন শুভেন্দু অধিকারী | যেখানে থাকবে গত ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায়ের যোগদান, অভিষেকের কাছ থেকে উত্তরীয় গ্রহণ করা | শুধু তাই নয়, আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে তৃণমূলে যোগদান করার সময়ও মুকুল রায় হাজির ছিলেন | তরফ থেকে তার হাতে জোড়া ফুলের পতাকা তুলে দিয়েছিলেন তিনি নিজে | শুধু ভিডিয়ো নয়, মুকুল রায়ের দলত্যাগের বেশকিছু প্রামাণ্য নথিও ইতিমধ্যেই এককাট্টা করেছে বিজেপি | সূত্রের খবর, এই খসড়া তৈরি করেছেন খ্যাতনামা আইনজীবী রাম জেঠমালানি ছেলে মহেশ জেটমালানি এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব | গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কল্যাণের বিধায়ক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়েরও |