প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগেই ঘোষণা করেছিলেন | এবার কবে ‘খেলা হবে দিবস’ পালিত হবে, তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বুধবার শহিদ দিবসের মঞ্চ থেকেই তিনি জানান, ১৬ অগস্ট পালিত হবে ‘খেলা দিবস’ | একুশের ভোটযুদ্ধের আগে থেকে রাজ্যজুড়ে বেজায় জনপ্রিয় হয়েছে ‘খেলা হবে’ স্লোগান | এবার সেই স্লোগানকে সামনে রেখে এগতে চাইছে রাজ্য সরকার | এই নামে প্রকল্প আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শুধু প্রকল্প নয়, রাজ্য সরকার পালন করবে ‘খেলা হবে’ দিবস | এই দিন ৫০ হাজার ফুটবল দেওয়া হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী | সেই দিন বেছে নেওয়ার কোনও নির্দিষ্ট কারণ জানাননি মমতা | তবে বাংলার ফুটবল ইতিহাসে সেই দিনটি রক্তাক্ত হয়ে আছে |
১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেন গার্ডেন্সে পদপিষ্ট হয়ে ১৬ জন দর্শকের মৃত্যু হয়েছিল | সেদিন ডার্বি ঘিরে মাঠে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা গড়িয়েছিল গ্যালারিতে | বিশৃঙ্খলার জেরে মৃত্যু হয়েছিল একাধিক মানুষের| যে ঘটনা ফুটবলের ইতিহাসে কলঙ্কিত হয়ে আছে সম্ভবত সেই দিনের তাৎপর্যের কারণে মমতা ১৬ অগস্ট ‘খেলা হবে দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট মহলের মত | এমনিতেও সেই দিনটি ‘জাতীয় ফুটবলপ্রেমী দিবস’ হিসেবে পালিত হয়| বুধবার মমতা দাবি করেন, এবারের পশ্চিমবঙ্গ বুিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে ‘খেলা হবে’ | তিনি বলেন, ‘খেলা একটা হয়েছে | আবার খেলা হবে | যতদিন বিজেপিকে বিদায় করতে পারছি না, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে | সব জায়গাতেই খেলা হবে |’ যে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি | তারই মধ্যে শহিদ দিবসের মঞ্চ থেকে পেগাসাস ‘হ্যাক’ নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো | বলেন, ‘আমি চিদম্বরমজির সঙ্গে কথা বলতে পারব না, কারণ আমার ফোন ট্যাপ করা হবে | আমার ইচ্ছা করলেও শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে পারব না | আমি দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না| শিবসেনার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না | ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না | অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না |’