দেবাশীষ পাল, মালদহ :- প্রতিবেশীর হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আক্রান্ত হলেন অষ্টম শ্রেণীর এক ছাত্র | চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদহ জেলার পুরাতন মালদহ থানার বালা সাহাপুর এলাকায় | জানা গেছে,আক্রান্ত ছাত্র সাগর সিং বয়স(১১) বছর | সে স্থানীয় সাহাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র | আহত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন | স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে আক্রান্ত ছাত্রের বাবা শ্যামল সিংহ জানালায় বসে ছিলেন | সেই সময় প্রতিবেশী মিলন মণ্ডল ও সুবল মণ্ডল তাকে গালাগালি করে বলে অভিযোগ | এরপর শ্যামল সিংহ প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করে বলে অভিযোগ |
তখন বাবাকে বাঁচাতে যায় সাগর সিংহ| তাকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ | তার মাথায় বর্তমানে আটটি সেলাই রয়েছে| তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় | এই বিষয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে | পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুরাতন মালদহ থানার পুলিশ |