Breaking News

বেআইনি ভ্যাকসিন ক্যাম্প চালিয়ে চড়া দামে বিক্রি, সোনারপুরে গ্রেফতার স্বাস্থ্যকর্মী!

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- সোনারপুরের রূপনগরে সন্ধান মিলল একটি ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের | মিঠুন মণ্ডল নামে এক স্বাস্থ্যকর্মী ওই ক্যাম্পের ভ্যাকসিনের আয়োজন করতেন | বেআইনিভাবে টিকা সরিয়ে টিকাকরণের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ | ধৃতের নাম মিঠুন মণ্ডল | টিকাকরণের সঙ্গে যুক্ত ওই যুবক ভ্যাকসিনের ভায়াল সরিয়ে রেখে পরে টাকার বিনিময়ে টিকা দিতেন তিনি | তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েক দিন ধরে বেআইনি টিকাকরণ চালাচ্ছিলেন মিঠুন | বেআইনিভাবে ৩০-৪০ জনকে টিকা দিয়েছেন তিনি | সোনারপুরের ১১ নম্বর ওয়ার্ডের টিকাকরণ কেন্দ্রের কো-অর্ডিনেটর ছিলেন ওই যুবক | সেখানেই রোজ টিকাকরণ শেষে ভায়ালে থাকা অতিরিক্ত টিকা সরিয়ে রাখতেন তিনি | তার পর কখনও শিবির করে, কখনও বাড়ি বাড়ি গিয়ে সেই টিকা দিতেন মিঠুন বলে জানা গেছে | টিকাকরণের জন্য ৩০০-৭০০ টাকা পর্যন্ত নিতেন বলে অভিযোগ | কিন্তু বেআইনি ভাবে টিকা নেওয়ায় কারও কাছেই আসত না এসএমএস | সম্প্রতি সন্দেহ হওয়ায় সোনারপুর থানার দ্বারস্থ হন কয়েকজন | তদন্তে নেমে পুলিশ জানতে পারে গোসাবার বাসিন্দা মিঠুন দীর্ঘদিন ধরে সুভাষগ্রামে থাকেন | একজন এজেন্টের মাধ্যমে এই কারবার চালাচ্ছিলেন তিনি | মিঠুনকে গ্রেফতার করার পর তাঁর এজেন্টের খোঁজে নেমেছে পুলিশ | যে টিকা তিনি দিয়েছিলেন তা আসল কি না, ও তা সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছিল কি না তা জানতে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *