দেবাশীষ পাল,মালদহ :- মালদহের পুখুরিয়া থানার পুলিশের সাফল্য| পুখুরিয়া থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার হল | উদ্ধার করা মোবাইল ফোন ও ল্যাপটপগুলি রবিবার সকালে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হল | প্রসঙ্গত, গত দুই মাসে পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় |রবিবার সকালে পুখুরিয়া থানা প্রাঙ্গণে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোন ও ল্যাপটপ তুলে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ কর্তারা | উপস্থিত ছিলেন থানার ওসি গৌতম চৌধুরী সহ পুলিশকর্মীরা | এ বিষয়ে পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী বলেন পুখুরিয়া থানার অন্তর্গত বেশি কিছু দিন ধরে মোবাইল ফোন ও লয়াপট চুরি হচ্ছিল | এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট ১১টি অত্যাধুনিক নামিদামি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ | তাঁদের হারানো জিনিস ফেরৎ পেয়ে খুশি পুখুরিয়া থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের মালিকরা |