নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- নিম্নচাপের জেরে দুর্যোগের মধ্যে টর্নেডোয় লন্ডভন্ড হয়ে গেল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের একটি প্রত্যন্ত গ্রাম | এক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রচুর ঘরবাড়ি | রাস্তার উপর ভেঙ্গে পড়েছে বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছের ডাল | উড়ে এসেছে বাড়ির ছাদের টিন | মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সাহাপুরে এই টর্নেডো আঘাত হানে|মঙ্গলবার রাতের টর্নেডোয় সাহাপুর গ্রামের ৫০০ মিটার অংশ তছনছ হয়ে যায় | ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা | হিঙ্গলগঞ্জ থানা এবং বৈদ্যুতিক সাবস্টেশন ও এলাকার প্রায় কুড়িটি বাড়ি ভেঙে গিয়েছে ঝড়ে | আস্ত নেই কোনও গাছ বা বিদ্যুতের খুঁটি | হিঙ্গলগঞ্জের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ওমপ্রকাশ গুপ্ত বুধবার ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজে নেতৃত্ব দেন | যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার করা হয় হাসনাবাদ লেবুখালি সড়ক | ঝড়ে যে সমস্ত বাড়ি ভেঙে পড়েছে তার বাসিন্দাদের ঠাঁই হয়েছে ত্রাণশিবিরে | ঘূর্ণিঝড় যশের তাণ্ডবের পর এখনও ক্ষয়ক্ষতি লাঘব হয়নি | সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দগদগে তাজা ঘা | তার মধ্যেই ফের প্রাকৃতিক দুর্যোগ | আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে এই টর্নেডো সৃষ্টি হয়েছে | কোথাও বড় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার আসে পাশে ছোট ছোট শক্তিশালী টর্নেডো দেখা যায় |