Breaking News

সর্বভারতীয় ক্ষেত্রে ‌তৃণমূলের সঙ্গে জোটে যেতে আপত্তি নেই’‌, দাবি করল সিপিআই!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দু’‌দিন আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী যে কোনও দলের সঙ্গে কাজ করতে আমরা রাজি| এবার একই কথা শোনা গেল সিপিআইয়ের পক্ষ থেকে | রীতিমতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে তারা আগ্রহ প্রকাশ করেছে | বুধবার স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধানসভা ভোটে রাজ্যের মানুষের মন বুঝতে আমরা পারিনি | আর সে কারণেই এই ঐতিহাসিক বিপর্যয়| আমরা যে সত্যিই জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছি, এই ফলাফলই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল |’ ভোটের ইস্যুতে শিল্পায়ন, সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গে সিপিআইয়ের রাজ্য সম্পাদক বলেন, ‘একসময় শিল্পায়নের তত্ত্ব দিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি | নন্দীগ্রাম সিঙ্গুর বিপর্যয়ের কারণ | তার পরেও নন্দীগ্রাম ঠিক ছিল বলে সিপিএম বারবার দাবি করেছে |’|’ সিপিএমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে সুর নরম করে সিপিআই নেতা বলেন, ‘আমরা তৃণমূলকে ছোট করে দেখে ভুল করেছি | বিজেমূল যে কত বড় ভুল, মানুষটা ভালভাবে নেয়নি | বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতেই বাংলার মানুষ তৃণমূলকে শক্তিশালী করেছে | সর্বভারতীয় স্তরেও যদি বিজেপিকে রুখে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অগ্রসর হয় তাহলে আমাদের জোটে যেতে আপত্তি নেই |’ এই পরিস্থিতি থেকে নিজেদের ফিরিয়ে আনতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বলে মনে করছেন রাজনৈতিক মহল | সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবির জন্য বড় শরিক সিপিআইএমকেই দায়ী করেছে শরিক ফরওয়ার্ড ব্লক | আর বিমান বসু যেখানে একসঙ্গে কাজ করতে তাঁদের আপত্তি নেই বলে জানিয়েছিলেন সেখানে একই বক্তব্য সিপিআই-এর | তাঁদের বক্তব্য, অতীত ভুলে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও জোট করতে রাজি তাঁরা | আর এই কথা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে বলায় জোর চর্চা শুরু হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *