দেবরীনা মণ্ডল সাহা :- ‘জিতবে ত্রিপুরা’,এবার নতুন স্লোগান বানিয়ে ফেলল তৃণমূল | এদিন দলনেত্রী এসএসকেএম থেকেই জানিয়ে দিয়েছেন, আগামীদিনে ত্রিপুরাতে জিতবে তৃণমূল কংগ্রেস | আর তারপরেই এই স্লোগান লেখা হয়েছে বলে জানা গিয়েছে | ত্রিপুরার জন্য আলাদা আলাদা ব্যানার, ফেস্টুং ও প্ল্যাকার্ড বানাচ্ছে তৃণমূল কংগ্রেস | ২০২৩-কেই পাখির চোখ করেই ময়দানে নামছে তৃণমূল হাল ছাড়তে নারাজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় |
তাই শত বাধা ও আক্রমণ সত্বেও ত্রিপুরা দখলে মরিয়া তৃণমূল|এমনিতেই ত্রিপুরার সংগঠন ঢেলে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ছাত্র নেতা হিসেবে সংগঠনে দায়িত্ব দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহাকে | এছাড়াও অভিষেককে মাথায় রেখে মূল দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তী ও মলয় ঘটক | উত্তর-পূর্বের এই রাজ্যে বাঙালি ভোটব্যাঙ্ক রয়েছে | এদিন এই স্লোগান প্রসঙ্গে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এখন শুনছেন জিতবে ত্রিপুরা | দেড় বছর পর শুনবেন জিতেছে ত্রিপুরা |’ ‘বাংলা নিজের মেয়েকে চাই’, ‘খেলা হবে’, স্লোগান দিয়েই নির্বাচনে বিরোধীদের কুপোকাত করেছে ঘাসফুল শিবির | ত্রিপুরার জন্য এবার নতুন স্লোগান তৈরি করল তৃণমূল কংগ্রেস |