Breaking News

বিজেপির মশাল মিছিলে বাধা!সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা,বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্য বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ কর্মসূচির মশার মিছিল আটকাল পুলিশ | বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার | পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি কর্মীদের |সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে | মহামারী আইনে গ্রেফতার বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী |‘দ্বিচারিতা করছে তৃণমূল, পুলিশ দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা’, প্রতিবাদে সরব হন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার | ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ পালনের ডাক দিয়েছে রাজ্য বিজেপি | সোমবার কর্মসূচির প্রথম দিনে কলকাতার একাধিক জায়গায় মশাল মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা | সোমবার কলকাতায দলের সদর কার্যালয থেকে বিজেপির যুব মোর্চার তরফে একটি মিছিল বের হয়| ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক সেই কর্মসূচির আগাম অনুমতি নেওয়া হয়নি বলেই দাবি পুলিশের | এদিন মিছিল খানিকটা যেতেই সেখানে পৌঁছে যায় পুলিশ | করোনাকালে বিপুল জমায়েত করে মিছিল করা চলবে না বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফে | সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ব্যারিকেড করে রাখে পুলিশ| যদিও পুলিশি বাধা উপেক্ষা করে এগোতে থাকে বিজেপির মিছিল। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় | বিজেপি কর্মীদের সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয় | পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোনোর চেষ্টা হয় | বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের |পরে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে মাটিতে বসে পড়ে বিক্ষোভে সোচ্চার হতে থাকেন বিজেপি কর্মীরা |গ্রেফতার করা হয় যুব মোর্চার সাধারণ সম্পাদক ( সংগঠন) প্রকাশ দাস-সহ ৭ জনকে এবং দক্ষিণ কলকাতার মিছিল থেকে গ্রেফতার করা হয় আরও ৬ জনকে |পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব | বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “আমরা আমাদের কাজ করে যাব | শাসকদল পুলিস দিয়ে আমাদের আটকানোর কাজ করবে |”বিজেপির বিক্ষোভকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *