Breaking News

বন দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা,পুরুলিয়ায় পুলিশের জালে ভুয়ো সাংবাদিক !

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ছক | কিন্তু শেষ রক্ষা হল না| বনদফতরের ভুয়ো মেল বানিয়ে সেখান থেকে নিয়োগপত্র দিয়ে পুলিশের জালে ধরা পড়ে গেল ভুয়ো সাংবাদিক | জানা গেছে, আদতে সে ভাড়া গাড়ির চালক | ওই ভুয়ো সাংবাদিক-সহ তার সাগরেদকেও পাকড়াও করেছে পুলিশ | পুরুলিয়া সদর থানার পুলিশ মঙ্গলবার রাতে তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করে |জানা গিয়েছে, ভুয়ো সাংবাদিক সেজে গ্রেফতার হওয়া ওই বিজেপি কর্মীর নাম অমিত সেন | তার বাড়ি পুরুলিয়া শহরের উদ্ধব চন্দ্র সিনহা স্ট্রিটে | তার সঙ্গী রাজা চক্রবর্তীর বাড়ি এই শহরেরই নিমটাড় এলাকায় | অমিত নিজেকে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক বলে পরিচয় দিয়ে জেলায় বেশ ভালই প্রভাব বিস্তার করেছিল | নিজের মোবাইলে বিভিন্ন নেতা-মন্ত্রী সহ প্রভাবশালী মানুষজনের সঙ্গে ছবি দেখিয়ে সে আমজনতার বিশ্বাস অর্জন করতো | যদিও সে একটি ভাড়া করা গাড়ির ড্রাইভার ভিন্ন আর কিছুই করতো না | তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, জেলারই অযোধ্যা হিলটপ এলাকার বাসিন্দা অপূর্ব মুখোপাধ্যায়ের কাছ থেকে বনদফতরের চাকরি দেওয়ার নাম করে ধাপে ধাপে সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার|তাকে বন দফতরের ভুয়ো মেল বানিয়ে wbforestsec. gov.in@gmail.com থেকে নিয়োগপত্রও দেয় | বন দফতর ওই ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে অমিতের নামে অভিযোগ দায়ের করে| সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে পুলিশ অমিতকে তার বাড়ি থেকে গ্রেফতার করে | একই সঙ্গে তার শাগরেদকেও গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠান | পুরুলিয়া সদর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে ঘটনার তদন্ত চলছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *