দেবরীনা মন্ডল সাহা, কলকাতা :-আজ ১৪ই অগাস্ট, কন্যাশ্রী দিবস | পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রকল্প হল কন্যাশ্রী | রাষ্ট্রপুঞ্জে পুরস্কার পাওয়া বাংলার এই প্রকল্পের জোরেই জনপ্রিয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের | এদিনে সোশাল মিডিয়ায় সকল কন্যাশ্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী| টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বাংলার সব মেয়েদের সাফল্য আজ উদযাপন করব | আমি তাঁদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত |
কন্যাশ্রী প্রকল্প লক্ষাধিক তরুণীকে তাঁদের স্বপ্নপূরণে সহায়তা করেছে। একটি জাতি হিসাবে, সবসময় আমাদের নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে |”তৃণমূলের অফিসিয়াল ফেসবুকে কন্যাশ্রী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে | যেখানে উল্লেখ, “কোন চিন্তা ছাড়াই বাংলার লক্ষ লক্ষ মেয়েকে তাদের স্বপ্নকে ছুঁতে সহায়তা করেছে কন্যাশ্রী প্রকল্প! আমরা আমাদের সকল মেয়েদের তাদের সাফল্যের জন্য কন্যাশ্রী দিবসে অভিনন্দন জানাই | এই অনন্য উদ্যোগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন এবং এই প্রকল্পের ফলে বহু তরুণীর জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে|”
প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় ২৫ বছরে ২৫,০০০ টাকার সিদ্ধান্তের পর, কন্যাশ্রীকে স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে যুক্ত করা হয় | লক্ষ লক্ষ মেয়েরা উপকৃত হয়েছে সরকারি এই প্রকল্পের ফলে | সরকারি অনুদানে মেয়েরা এগিয়ে যাচ্ছে নিজেদের সাফল্যের পথে | এর ফলে রাজ্যে পড়ুয়াদের মধ্যে স্কুলছুটের প্রবণতা কমেছে |রাজ্য, দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে বাংলার কন্যাশ্রী প্রকল্প| ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরার শিরোপা পেয়েছে কন্যাশ্রী | প্রতিবছর ১৪ অগস্ট কন্যাশ্রী দিবস পালন করতে নেতাজি ইন্ডোরে বিশেষ অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী | কিন্তু গতবছর থেকে করোনার জন্য সেই অনুষ্ঠান বাদ গিয়েছে। তাই সোশ্যাল মিডিয়াতেই সেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |