নিজস্ব সংবাদদাতা, নদিয়া :- শান্তিপুরে মাঠে ফসলের পরিচর্যা করতে যাওয়ার পথে মৃত্যু হল এক কৃষকের | এই ঘটনায় বিদ্যুৎ বণ্টন দফতরের গাফিলতিকে দায়ী করেছে মৃতের পরিবার | মঙ্গলবার সকাল সাতটা নাগাদ শান্তিপুর ব্লকের আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদরা গ্রামের ঘটনা | মৃতের নাম ঊষারঞ্জন দেবনাথ (৫৪) | মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, অন্য দিনের মতোই মঙ্গলবার সকালে চাষের জমিতে যাচ্ছিলেন উষাবাবু | তখনই বাড়ির পাশের হলুদ ক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের তারে তড়িদাহত হন তিনি | গোঙানির আওয়ার শুনে ছুটে আসেন আসেপাশের লোকজন | ঘটনাস্থলেই মৃত্যু হয় উষাবাবুর |ঘটনার জন্য পরিবারের তরফে বিদ্যুৎবণ্টন দফতরকে দায়ী করা হয়েছে | অভিযোগ, সেখানে বিদ্যুতের তার বিপজ্জনক অবস্থায় গাছে ঠেকে থাকলেও ব্যবস্থা গ্রহণ করেনি তারা | এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তখনও গাছে ঠেকে রয়েছে একটি তার| অন্য তারটি ছিঁড়ে পড়ে রয়েছে মাটিতে | শান্তিপুর বিদ্যুৎ বণ্টন দফতরের তরফে যদিও ঘটনার জন্য স্থানীয়দেরই দায়ী করা হয়েছে | এর আগেও সেখানে তার মেরামতি করেছে বিদ্যুৎ বণ্টন দফতর | তাদের অভিযোগ, হুকিংয়ের জন্য ওই এলাকায় মাঝেমাঝেই তার ছিঁড়ে পড়ে থাকে |